মেয়ে/=জ্বলতে হলে জ্বলবো
পুড়তে হলে পুড়বো
মরতে হলে-ও যে বাঁধা নাই
ও ও ও ও
তোমাকে শুধু'ই আমি চাই
তোমাকে শুধু'ই আমি চাই
ছেলে/=জ্বলতে হলে জ্বলবো
পুড়তে হলে পুড়বো
মরতে হলে-ও যে বাঁধা নাই
তোমাকে শুধু'ই আমি চাই
তোমাকে শুধু'ই আমি চাই
লিরিক্স ফলো করুন
ইফেক্ট একজাস্ট করে
মেয়ে\=সাগরে মিশে নদী
আর ফেরে না
তবু তার সাধ মরে না
না....গো....
তবু তার সাধ মরে না
ছেলে/=আগুনে পতঙ্গ
প্রানে বাঁচে না
তবুও সে দূরে সরে না
না....গো....
তবুও সে দূরে সরে না
মেয়ে\=ভালবেসে সকলে'ই
সুখী হতে চাই
এ-চাওয়াই সুখ আছে তাই
ও ও ও ও
ছেলে/=তোমাকে শুধু'ই আমি চাই
মেয়ে/=ও ও ও ও
তোমাকে শুধু'ই আমি চাই
লিরিক্স ফলো করুন
ইফেক্ট একজাস্ট করে
ছেলে/=প্রেম না হলে মনে
চাঁদ ওঠে না
একটি'ও ফুল ফোঁটে না
না....গো....
একটি'ও ফুল ফোঁটে না
মেয়ে/=এতো কাছে আছো তবু
কেনো জানিনা
দেখে দেখে আশা মেটে না
না....গো....
দেখে দেখে আশা মেটে না
ছেলে/=একটি জনম নয়
হাজারো জনমে
তোমাকে যেনো কাছে পাই
ও ও ও ও
মেয়ে\=তোমাকে শুধু'ই আমি চাই
ছেলে/=ও ও ও ও
তোমাকে শুধু'ই আমি চাই
মেয়ে\=জ্বলতে হলে জ্বলবো
পুড়তে হলে পুড়বো
মরতে হলে-ও যে বাঁধা নাই
ও ও ও ও
তোমাকে শুধু'ই আমি চাই
ও ও ও ও
তোমাকে শুধু'ই আমি চাই