বাধন হারা মনটা আমার
শাসন বারণ মানে না
তোমারই প্রেমে পাগল পরান
আর কিছু তো জানে না,
চোখের স্বপন তুমি
বুকের কাঁপন তুমি
কত আপন তুমি জানা নাই.. নাই,
তোমাকে চাই শুধু তোমাকে চাই,
আর কিছু জীবনে পাইবা না পাই,
তোমাকে চাই শুধু তোমাকে চাই,
আর কিছু জীবনে পাইবা না পাই,
আর কিছু জীবনে পাইবা না পাই