menu-iconlogo
huatong
huatong
avatar

আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে

Salma Akhterhuatong
darbrook1huatong
Lyrics
Recordings
আমি চাইলাম যারে

ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

আমি চাইলাম যারে

ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো

সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেলো

জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো

সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেলো

আমার কপালে নাই সুখ

বুঝি বিদাতার বৈমুখ

এই পোড়া মুখ আমি দেখাবো কারে

সে এখন বাস করে অন্যের ঘরে

আমি চাইলাম যারে

ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

আশা ছিলো প্রাণবন্ধুরে রাখিব এই বুকে

বন্দুয়ারে লইয়া আমি থাকিব সুখে

আশা ছিলো প্রাণবন্ধুরে রাখিব এই বুকে

বন্দুয়ারে লইয়া আমি থাকিব সুখে

হায়রে ভালোবাসা আমায় করলি নৈরাশা

হায়রে ভালোবাসা আমায় করলি নৈরাশা

এমন ভালোবাসা যেন কেউ না করে

সে এখন বাস করে অন্যের ঘরে

আমি চাইলাম যারে

ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

আমি চাইলাম যারে

ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অ ন্যে র ঘরে

More From Salma Akhter

See alllogo

You May Like