menu-iconlogo
logo

Jaan Oh Baby

logo
Lyrics
Are you ready babies?

What's up polapain?

Got the beat now

This song is for all the premik polapain

In 3... 2... 1... GO!

Jaan, ওহ Baby! সোনা-ময়না পাখি

কবে তুমি হবে আমার আসবে বুকে!

হায়...!

Jaan, ওহ Baby!(এ এ এ) সোনা-ময়না পাখি(ও ও ও)

কবে তুমি হবে আমার আসবে বুকে!

আমার যত Vai-Brother ডাকবে তোমায় ভাবী

তোমার শাড়ির আঁচলে তে থাকবে ঘরের চাবি...

হাবুডুবু খাচ্ছি আমি প্রেম সাগর এ নেমে

প্রথম দেখাই পড়েছিলাম আমি তোমার প্রেমে...

তোমার দুটি চোখ, করে আমায় পাগল

সময়টা যেন থেমে যায়

আমি চাইনি কিছু আর, ছেড়ে দেব যে সব

তোমার এক ইশারায়...

এই মন তো তোমারই

পড়ে লাল শাড়ি

কবে তুমি আসবে বলো বউ হয়ে ঘরে...

হায়.!

Jaan, ওহ Baby!(এ এ এ) সোনা-ময়না পাখি(ও ও ও)

কবে তুমি হবে আমার আসবে বুকে!

যদি পারি এনে দেব চন্দ্র তারার মেলা

তোমার সাথে স্বপ্নে দেখি দুষ্টু দুষ্টু খেলা...

তোমার ছোট ভাই কে আমি ডাকবো আমার শালা

বিয়ের পড়ে দু'জন মিলে দেখব আলিফ-লায়লা...

তোমার ঐ হাসি, বড় ভালবাসি

সুযোগ দিলে তুমি আমায় একটু কাছে আসি...

Jaan, ওহ Baby!(এ এ এ) সোনা-ময়না পাখি(ও ও ও)

কবে তুমি হবে আমার আসবে বুকে!

হায়...!

Jaan, ওহ Baby!(এ এ এ) সোনা-ময়না পাখি(ও ও ও)

কবে তুমি হবে আমার আসবে বুকে!

হায়...!

Jaan, ওহ Baby!(এ এ এ) সোনা-ময়না পাখি(ও ও ও)

কবে তুমি হবে আমার আসবে বুকে!

হায়...!