Alright!
যারা যারা এবার ঈদে সালামি পাবে না
তাদের কষ্টের কথা share করতে এই গান
৩০ টা দিন ধরে করি নাই পাপ
আইজকা জিগামু, ক, who's your বাপ?
যদি টাকা দিতো dad, পাঞ্জাবী হইতো swag
সালামি পাইলে আমি কেউ ডাকতো না তো খ্যাত
এই গানটা যখন লিখছি
একটা জিনিস শিখছি
সালামি থাকলে মেয়েরা সবাই
ডাকতো আমায় sexy
Westin-Int'l আমারই
করতাম শুধু চামারি
ফাঁপর নিতাম নিয়ে বাপের
কেনা Premio গাড়ি
যদি সালামি পাইতাম
ধুমাইয়া সীসা খাইতাম
দু'পাশে মাইয়া লইয়া
Facebook-এতে like কামাইতাম
কেউ টাকা দেয় না আমায়
শুধু দশ টাকা পায়জামায়
কারও মনে দয়া-মায়া নাই
ধরবো না আর কারও পা
কেউ দিলো না সালামি
কেউ দিলো না সালামি
কেউ দিলো না সালামি এই আমায় (আমায়)
Hit it!
পা ধরে মাথা বাড়াবো না আমি
পা ধরে করবো যে শুধু সালাম খালি
ঈদে কোনো plan নাই, সারাদিনই ঘুমাই
করে এসে কোলাকুলি
ভাবলাছিলাম করবো আজকে সীসা
কিন্তু pocket-এ নাই টাকা-পয়সা
কেউ দিচ্ছে না সালামি
একটুখানি ভালোবাইসা
যদি সালামি পাইতাম
এখনই live-এ যাইতাম
এ সবই করতে পারতাম
শুধু যদি সালমি পাইতাম
কেউ টাকা দেয় না আমায়
শুধু দশ টাকা পায়জামায়
কারও মনে দয়া-মায়া নাই
ধরবো না আর কারও পা
কেউ দিলো না সালামি
কেউ দিলো না সালামি
কেউ দিলো না সালামি এই আমায় (আমায়)
কেউ দিলো না সালামি
কেউ দিলো না সালামি
কেউ দিলো না সালামি এই আমায় (আমায়)