menu-iconlogo
logo

Keu Dilo Na Salami

logo
Lyrics
Alright!

যারা যারা এবার ঈদে সালামি পাবে না

তাদের কষ্টের কথা share করতে এই গান

৩০ টা দিন ধরে করি নাই পাপ

আইজকা জিগামু, ক, who's your বাপ?

যদি টাকা দিতো dad, পাঞ্জাবী হইতো swag

সালামি পাইলে আমি কেউ ডাকতো না তো খ্যাত

এই গানটা যখন লিখছি

একটা জিনিস শিখছি

সালামি থাকলে মেয়েরা সবাই

ডাকতো আমায় sexy

Westin-Int'l আমারই

করতাম শুধু চামারি

ফাঁপর নিতাম নিয়ে বাপের

কেনা Premio গাড়ি

যদি সালামি পাইতাম

ধুমাইয়া সীসা খাইতাম

দু'পাশে মাইয়া লইয়া

Facebook-এতে like কামাইতাম

কেউ টাকা দেয় না আমায়

শুধু দশ টাকা পায়জামায়

কারও মনে দয়া-মায়া নাই

ধরবো না আর কারও পা

কেউ দিলো না সালামি

কেউ দিলো না সালামি

কেউ দিলো না সালামি এই আমায় (আমায়)

Hit it!

পা ধরে মাথা বাড়াবো না আমি

পা ধরে করবো যে শুধু সালাম খালি

ঈদে কোনো plan নাই, সারাদিনই ঘুমাই

করে এসে কোলাকুলি

ভাবলাছিলাম করবো আজকে সীসা

কিন্তু pocket-এ নাই টাকা-পয়সা

কেউ দিচ্ছে না সালামি

একটুখানি ভালোবাইসা

যদি সালামি পাইতাম

এখনই live-এ যাইতাম

এ সবই করতে পারতাম

শুধু যদি সালমি পাইতাম

কেউ টাকা দেয় না আমায়

শুধু দশ টাকা পায়জামায়

কারও মনে দয়া-মায়া নাই

ধরবো না আর কারও পা

কেউ দিলো না সালামি

কেউ দিলো না সালামি

কেউ দিলো না সালামি এই আমায় (আমায়)

কেউ দিলো না সালামি

কেউ দিলো না সালামি

কেউ দিলো না সালামি এই আমায় (আমায়)

Keu Dilo Na Salami by Salman Muqtadir - Lyrics & Covers