menu-iconlogo
huatong
huatong
avatar

Jalaiya Premer Batti

Salman Shah/Shabnurhuatong
murielle.mondou.btrihuatong
Lyrics
Recordings
জ্বালাইয়া প্রেমের বাত্তি

কোথায় তুমি থাকরে

জ্বালাইয়া প্রেমের বাত্তি

কোথায় তুমি থাকরে

দাওনা দেখা বন্ধু আমারে

ও তুমি দাওনা দেখা বন্ধু আমারে

জ্বালাইয়া প্রেমের বাত্তি

কোথায় তুমি থাকরে

জ্বালাইয়া প্রেমের বাত্তি

কোথায় তুমি থাকরে

দাওনা দেখা বন্ধু আমারে

ও তুমি দাওনা দেখা বন্ধু আমারে

প্লিজ! কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

এতো আসা ভালোবাসা কেমনে ভুলিলা

অন্তরে বসিয়া তুমি অন্তরও বাঙ্গিলা

চোখের আড়াল হও যদি

চোখের জ্বলে হয় নদী

যেও না গো তুমি দূরে দূরে রে..

দাওনা দেখা বন্ধু আমারে

ও তুমি দাও দাও দাও দেখা আমারে

জ্বালাইয়া প্রেমের বাত্তি

কোথায় তুমি থাকরে

জ্বালাইয়া প্রেমের বাত্তি

কোথায় তুমি থাকরে

দাওনা দেখা বন্ধু আমারে

ও তুমি দাওনা দেখা বন্ধু আমারে

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

নিজের হাতে জীবন দিয়া নিজের হাতে মারো

আমায় নিয়া পাষান বন্ধু কেমন খেলা কর

হাতে ধরি পায়ে পড়ি দাও না গো ক্ষমা করি

ভুল হলে ভুল বুঝনা রে...

দাওনা দেখা বন্ধু আমারে

ও তুমি দাও দাও দাও দেখা আমারে

জ্বালাইয়া প্রেমের বাত্তি

কোথায় তুমি থাকরে

জ্বালাইয়া প্রেমের বাত্তি

কোথায় তুমি থাকরে

দাওনা দেখা বন্ধু, আমারে

তুমি, দাও, দাও, দাও দেখা, আমারে

More From Salman Shah/Shabnur

See alllogo

You May Like