menu-iconlogo
logo

ভালো আছি ভালো থেকো (SHORT)

logo
Lyrics
ভালো আছি, ভালো থেকো,

আকাশের ঠিকানায় চিঠি লিখো

ভালো আছি, ভালো থেকো,

আকাশের ঠিকানায় চিঠি লিখো

দিও তোমার মালাখানি

বাউলের এই মনটা রে

ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে.....

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে......