যাইবা তুমি পরের ঘরে,আমারে একা করে 
নতুন মানুষ নিয়া তুমি থাকবে সুখেতে... 
ভুলে যাবে আমায় তুমি কিছুদিন পর, 
কোথায় আছি কেমন আছি রাখবা না খবর 
ভালোবেসে দিলাম ঠাঁই,এই মনের ই ঘরে, 
সুযোগ বুঝে,দিলা কোপ তুমি,এই অন্তরে 
প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানস রে 
নিঃস্ব করলি আমারে তুই এক নিমেষে 
প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানস রে 
নিঃস্ব করলি আমারে তুই এক নিমেষে 
লাল বেনারসী শাড়ি,পড়ে যাবে আমায় ছাড়ি 
আর কোনোদিনই দেখবোনা তোমাকে 
মনে রেখো আমার স্মৃতি,খুব যতন করে, 
জানি ভালো করে ভুলে যাবে আমাকে 
প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানস রে 
নিঃস্ব করলি আমারে তুই এক নিমেষে 
প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানস রে 
নিঃস্ব করলি আমারে তুই এক নিমেষে