যাইবা তুমি পরের ঘরে আমারে একা করে
নতুন মানুষ নিয়া তুমি থাকবে সুখেতে
ভুলে যাবে আমায় তুমি কিছুদিন পর
কোথায় আছি, কেমন আছি, রাখবা না খবর
ভালোবেসে দিলাম ঠাঁই এই মনেরই ঘরে
সুযোগ বুঝে দিলা কোপ তুমি এই অন্তরে
প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানোস রে
নিঃস্ব করলি আমারে তুই এক নিমিষে
প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানোস রে
নিঃস্ব করলি আমারে তুই এক নিমিষে
বলেছিলে তুমি আমায় হাজারো কথা
ঠিকই তুমি চলে গেলে আমায় করে একা
ভালো থাকিস, বন্ধু রে, তুই আমাকে ছেড়ে
আমি নাহয় কষ্টে বাঁচি একা জীবনে
মেহেদি রাঙা হাত তোমার, gate সাজানো বাড়ি
বর আসবে তোমায় নিতে, ফুল সাজানো গাড়ি
আর কিছুক্ষণ পর তুমি যাবে আমায় ছাড়িয়া
শেষ দেখা দিলা না তুমি একটুরও লাগিয়া
আমি নাহয় খারাপ ছিলাম, তুমি ভালো মেয়ে
কেন তুমি করলে ছলনা আমাকে নিয়ে?
পরিস্থিতির শিকার তুমি, সবই আমি বুঝি
সব বুঝিয়া পাগল হইয়া তোমায় আমি খুঁজি
সুখে থাকো স্বামীর ঘরে, করি প্রার্থনা
তারপরও ওই অবুঝ মনটা কিছুই বোঝে না
প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানোস রে
নিঃস্ব করলি আমারে তুই এক নিমিষে
প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানোস রে
নিঃস্ব করলি আমারে তুই এক নিমিষে
লাল বেনারসী শাড়ি পরে যাবে আমায় ছাড়ি
আর কোনোদিনই দেখবো না তোমাকে
মনে রেখো আমার স্মৃতি খুব যতন করে
জানি ভালো করেই ভুলে যাবে আমাকে
লাল বেনারসী শাড়ি পরে যাবে আমায় ছাড়ি
আর কোনোদিনই দেখবো না তোমাকে
মনে রেখো আমার স্মৃতি খুব যতন করে
জানি ভালো করেই ভুলে যাবে আমাকে
তোমারে নিয়া দেখেছি কত যে স্বপ্ন
সেই স্বপ্নগুলা বাদ দিয়া লিখি দুঃখেরই গল্প
প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানোস রে
নিঃস্ব করলি আমারে তুই এক নিমিষে
প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানোস রে
নিঃস্ব করলি আমারে তুই এক নিমিষে
প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানোস রে
নিঃস্ব করলি আমারে তুই এক নিমিষে
প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানোস রে
নিঃস্ব করলি আমারে তুই এক নিমিষে