MALE: তোমাকে বলার ছিলো,
যত আমি গান গাই,
যত গান গেয়ে যা্ই,
সব গানে সব সুরে,
তোমাকে বলার ছিলো
ভালোবাসি
MUSIC
MUSIC
FEMALE: শিউলি ঝরা সকালে,
উদাসী কোন বিকেলে,
একা একা কানে কানে,
তোমাকে বলার ছিলো
ভালোবাসি
MUSIC
MUSIC
MALE: অনেক বলেছি তবু,
বলার যা বলিনি তা,
কি করে যে বলে ফেলি,
অথচ বলার ছিলো
ভালোবাসি
MUSIC
MUSIC
FEMALE: না হয় বলিনি আমি,
বললে না কেন তুমি,
MALE: চাওনি কি তুমিও তা,
বলতে মনের কথা
ভালোবাসি
যত আমি গান গাই,
যত গান গেয়ে যাই,
FEMALE: সব গানে সব সুরে,
তোমাকে বলার ছিলো
ভালোবাসি
Thank You (SANTAM)