আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি
এক মুঠো রোদ ধরতে।
আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি
এক মুঠো রোদ ধরতে।
আয় পেরিয়ে চেনা দৃশ্য গুলো
পেরিয়ে আয়না যত ময়লা ধূলো, ঠেলে
ফেলে রেখে পিছু টান, একঘেঁয়ে গান।
আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি
এক মুঠো রোদ ধরতে।
যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে
মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে,
যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে