আমি নতুন কি আর আছি গো পুরান হইয়া গেছি
আমি নতুন কি আর আছি গো পুরান হইয়া গেছি
আগের মতো এখন আমার
আগের মতো এখন আমার কদর নাই আর বেশি গো
কদর নাই আর বেশি
আমি নতুন কি আর আছি গো পুরান হইয়া গেছি
আমি নতুন কি আর আছি গো পুরান হইয়া গেছি
শত ভুলের ছিলো না ভুল নতুন ছিলাম যখন
আদরে বুঝাইয়া কইতো কইরো না গো এমন
ও শত ভুলের ছিলো না ভুল নতুন ছিলাম যখন
আদরে বুঝাইয়া কইতো কইরো না গো এমন
মিঠা কথা শুনে বন্ধুর
মিঠা কথা শুনে বন্ধুর প্রেমেতে মইরাছি গো
প্রেমেতে মইরাছি
আমি নতুন কি আর আছি গো পুরান হইয়া গেছি
আমি নতুন কি আর আছি গো পুরান হইয়া গেছি
যখন হইতে আমি তারে দিয়া ছিলাম মন
দিনে দিনে বন্ধু জানি হইয়াছে কেমন
ও যখন হইতে আমি তারে দিয়া ছিলাম মন
দিনে দিনে বন্ধু জানি হইয়াছে কেমন
আগের মতো নাই আর এখন
আগের মতো নাই আর এখন পর হইয়া তার গেছি গো
পর হইয়া তার গেছি
আমি নতুন কি আর আছি গো পুরান হইয়া গেছি
আমি নতুন কি আর আছি গো পুরান হইয়া গেছি
আগের মতো এখন আমার
আগের মতো এখন আমার কদর নাই আর বেশি গো
কদর নাই আর বেশি
আমি নতুন কি আর আছি গো পুরান হইয়া গেছি
আমি নতুন কি আর আছি গো পুরান হইয়া গেছি