ছেলেঃ} বলোনা তুমি কে আমার বলোনা ।
মেয়েঃ} হলোনা আজো তো জানা হলোনা ।
ছেলেঃ} ও- জানিনা কিছু জানিনা।
বুঝিনা কিছু বুঝিনা-।
এলোমেলো হলো ভাবনা...।
ও- ভালোবাসি আমি তোমাকে- ।
তুমি কি তা বোঝোনা ।
মেয়েঃ} ভালোবাসি আমি তোমাকে ।
তুমি কি তা জানোনা।
ছেলেঃ} হো- চোখেতে চোখ, রাখো যখন।
লাগে যে কেমন কেমন।
মেয়েঃ} মনেরই ভেতর, তুলেছো ঝড়।
আগে ত হয়নি এমন।
ছেলেঃ} হো- চোখেতে চোখ, রাখো যখন।
লাগে যে কেমন কেমন।
মেয়েঃ} মনেরই ভেতর, তুলেছো ঝড়।
আগে ত হয়নি এমন।
ছেলেঃ} ও- জানিনা কিছু জানিনা।
বুঝিনা কিছু বুঝিনা।
এলোমেলো হলো ভাবনা...।
ও- ভালোবাসি আমি তোমাকে- ।
তুমি কি তা বোঝোনা।
মেয়েঃ} ভালোবাসি আমি তোমাকে ।
তুমি কি তা জানোনা।
ছেলেঃ} হো- হাত বাড়িয়ে ডাকো যখন।
আবেগে আমি হারাই...।
মেয়েঃ} নিজের মাঝে, থাকিনা যে।
স্বপনে দু' পা বাড়াই।
ছেলেঃ} হো- হাত বাড়িয়ে ডাকো যখন।
আবেগে আমি হারাই...।
মেয়েঃ} নিজের মাঝে, থাকিনা যে।
স্বপনে দু' পা বাড়াই।
ছেলেঃ} ও- জানিনা কিছু জানিনা।
বুঝিনা কিছু বুঝিনা।
এলোমেলো হলো ভাবনা...।
ও- ভালোবাসি আমি তোমাকে- ।
তুমি কি তা বোঝোনা।
মেয়েঃ} ভালোবাসি আমি তোমাকে ।
তুমি কি তা জানোনা।