গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু
কমিয়ে নিবেন।
ছেলেঃ} ও না হয় আমার সাথে, বাধলে তোমার।
সাত পাকের জীবন।
ও দুহাত ভরে সাজাবো তোমায়।
দেবীর মতো সুনিপন।
মেয়েঃ} ও জাত কুল ভুলে, এসোনা ফিরে।
আমার এ মন পাজরে।
দুজনেঃ} ও জাত কুল ভুলে, এসোনা ফিরে।
আমার এ মন পাজরে।
ছেলেঃ} দেবো দুহাতে, শাখা তোমায়।
মেখে সিথিতে সিঁদুর....।
পান পাতার ফাকে, শুভদৃষ্টি।
মাঝখানে সাক্ষী আগুন।
মেয়েঃ} দেবো দুহাতে, শাখা তোমায়।
মেখে সিথিতে সিঁদুর....।
পান পাতার ফাকে, শুভদৃষ্টি।
মাঝখানে সাক্ষী আগুন।
ছেলেঃ} ও জাত কুল ভুলে, এসোনা ফিরে
আমার এ মন পাজরে।
দুজনেঃ} ও জাত কুল ভুলে, এসোনা ফিরে
আমার এ মন পাজরে।
মেয়েঃ} ও মন নিয়ে, করোনা ছলনা।
প্রণয়ের প্রনতী, সাংগ করোনা।
ছেলেঃ} ও মন নিয়ে, করোনা ছলনা।
প্রণয়ের প্রনতী, সাংগ করোনা।
তবে যে দেবীর পুজা হবে না।
মেয়েঃ} ও জাত কুল ভুলে, এসোনা ফিরে।
আমার এ মন পাজরে।
দুজনেঃ} ও জাত কুল ভুলে, এসোনা ফিরে।
আমার এ মন পাজরে।
মেয়েঃ} ও না হয় আমার সাথে, বাধলে তুমি ।
সাত পাকের জীবন।
ও দুহাত ভরে, সাজিও আমায় ।
দেবীর মতো সুনিপন।
ও জাত কুল ভুলে, এসেছি ফিরে।
তোমারই মন পাজরে।
ও জাত কুল ভুলে, এসেছি ফিরে।
তোমারই মন পাজরে।
লা.....লা.....লা.......লা....