menu-iconlogo
huatong
huatong
avatar

Ami ek emon pakhi rqstd by Barsha sister

Sathi Khanhuatong
💫𝐒𝐡𝐲𝐚𝐦𝐚𝐥_𝐀𝐜𝐡𝐚𝐫𝐲𝐚░huatong
Lyrics
Recordings
##########

আমি এক এমন পাখি

বুকে তে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি

যেন আমি সুখ নিবাসি

আমি এক এমন পাখি

বুকে তে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি

যেন আমি সুখ নিবাসি.....

########

########

তুমিতো আমায় ছেড়ে

চলে গেছো অনেক দূরে

সুখে আছো শুনলাম আমি

ভাসাইয়া আমায় সুরে

তুমিতো আমায় ছেড়ে

চলে গেছো অনেক দূরে

সুখে আছো শুনলাম আমি

ভাসাইয়া আমায় সুরে

কতটা যন্ত্রনা ময়

প্রতিরাত জেগে থাকি

তোমার স্মৃতি অন্তরতে

ভাজে ভাজে সাজিয়ে রাখি

আমি এক এমন পাখি

বুকে তে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি

যেন আমি সুখ নিবাসি

###########

###########

এ জীবন শেষ হয় না

তোমায় ছাড়া ভাল লাগে না

সব কিছু আন্ধার লাগে

বেচে থাকা কি যাতনা

এ জীবন শেষ হয় না

তোমায় ছাড়া ভাল লাগে না

সব কিছু আন্ধার লাগে

বেচে থাকা কি যাতনা

আমারে পড়লে মনে

তুমিও তো তাই গোপনে

সুখে থেকো প্রানের প্রিয়

আমার ভালোবাসা নিও

আমি এক এমন পাখি

বুকে তে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি

যেন আমি সুখ নিবাসি

আমি এক এমন পাখি

বুকে তে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি

যেন আমি সুখ নিবাসি......

More From Sathi Khan

See alllogo

You May Like