জানি ফিরে আসবেনা কখনো তুমি
আর ফিরে আসবেনা কখনো জানি
জানি ফিরে আসবেনা কখনো তুমি
আর ফিরে আসবেনা কখনো জানি
ভুলে গেছো আমাকে
ব্যাথা দিতে এ বুকে
ওগো সজনি
ওগো পাশানি
জানি ফিরে আসবেনা কখনো তুমি
আর ফিরে আসবেনা কখনো জানি
জানিনাতো কোন ভুলে
আমাকে কাঁদিয়ে গেলে
কতটা সুখের আশায়
আমাকে ভূলে গেলে
ও জানিনাতো কোন ভুলে
আমাকে কাঁদিয়ে গেলে
কতটা সুখের আশায়
আমাকে ভূলে গেলে
তুমি শুধু থাকো সুখে করি এ কামনা
দুঃখ দিয়ে তুমি ওগো প্রিয়তমা
জানি ফিরে আসবেনা কখনো তুমি
আর ফিরে আসবেনা কখনো জানি
বুক ভরা ব্যাথা নিয়ে
পথ চেয়ে আছি বসে
আসবে তুমি ফিরে
আমার এ জীবনে
ও বুক ভরা ব্যাথা নিয়ে
পথ চেয়ে আছি বসে
আসবে তুমি ফিরে
আমার এ জীবনে
তুমি শুধু থাকো সুখে করি এ কামনা
দুঃখ দিয়ে তুমি ওগো প্রিয়তমা
জানি ফিরে আসবেনা কখনো তুমি
আর ফিরে আসবেনা কখনো জানি
ভুলে গেছো আমাকে
ব্যাথা দিতে এ বুকে
ওগো সজনি
ওগো পাশানি
জানি ফিরে আসবেনা কখনো তুমি
আর ফিরে আসবেনা কখনো জানি
জানি ফিরে আসবেনা কখনো তুমি
আর ফিরে আসবেনা কখনো জানি
আর ফিরে আসবেনা কখনো জানি
ধন্যবাদ সবাইকে