menu-iconlogo
huatong
huatong
avatar

শোনোগো দখিনো হাওয়া

sd burmanhuatong
sberzitishuatong
Lyrics
Recordings
শোন গো....

দখিনো....হাওয়া,

প্রেম...করেছি...আমি...

শোন গো দখিনো হাওয়া

প্রেম করেছি আমি....

লেগেছে চোখেতে নেশা

দিক ভুলেছি আমি.....

শোন গো দখিনো হাওয়া,

প্রেম করেছি আমি.....

মনেতে লুকানো ছিল

সুপ্ত যে পিয়াসা....

জাগিল মধু লগনেতে

বাড়ালো কি আশা....

মনেতে লুকানো ছিল

সুপ্ত যে পিয়াসা....

জাগিল মধু লগনেতে

বাড়ালো কি আশা....

উতলা করেছে মোরে,

আমারি ভালবাসা

অনুরাগে প্রেম শলীলে

ডুব দিয়েছি আমি....

শোনগো মধুর হাওয়া

প্রেম করেছি আমি....

দহনো বেলাতে আমি,

প্রেমেরো তাপসী....

বরষাতে প্রেম ধারা,

শরতেরো শশী....

দহনো বেলাতে আমি,

প্রেমেরো তাপসী...

বরষাতে প্রেম ধারা,

শরতেরো শশী....

রচিগো হেমন্তে মায়া,

শীতেতে উদাসী...

হয়েছি বসন্তে আমি

বাসনা বিলাসী....

শোনগো মধুর হাওয়া

প্রেম করেছি আমি....

লেগেছে চোখেতে নেশা

দিক ভুলেছি আমি....

More From sd burman

See alllogo

You May Like