menu-iconlogo
huatong
huatong
avatar

প্রেমের নাম বাসনা/ H.PUTUL_WE

শাহনাজ রহমতউল্লাহ ও মাহমুদ-উন-নবীhuatong
H.PUTUL_🆆🅴huatong
Lyrics
Recordings
মেয়েঃ প্রেমের না…ম বা..সনা

সে কথা বুঝিনি আ-গে

দুটি প্রা..নে..র সা-ধনা

তাই তো মধু..র লাগে

প্রেমের না…ম বা..সনা

সে কথা বুঝিনি আ-গে

<<===H.PUTUL_WE===>>

মেয়েঃ তুমি যে দাঁড়ালে এ-সে

সকল চাওয়া..র শে..ষে

ছেলেঃ তুমি যে দাঁড়ালে এসে..

মেয়েঃ তুমি যে দাঁড়ালে এসে..

সকল চাওয়া..র শে..ষে

ছেলেঃ তুমি যে দাঁড়ালে এসে..

মেয়েঃ জীবনে পেয়েছি তো..মারে

ছেলেঃ জীবনে পেয়েছি তো..মারে

উভয়ঃ এ কোন নতুন রা…গে

<শাহনাজ রহমতউল্লাহ ও মাহমুদ-উন-নবী>

মেয়েঃ প্রেমের না…ম বা..সনা

সে কথা বুঝিনি আ-গে

দুটি প্রা..নে..র সা-ধনা

তাই তো মধু..র লা..গে

<<===Hamid_WE===>>

মেয়েঃ আমায় করেছ.. ঋণী..

নবীনা সঞ্চারি..নী

ছেলেঃ আমা..য় করেছ ঋণী..

মেয়েঃ আমায় করেছ ঋণী..

নবীনা সঞ্চারি..নী..

ছেলেঃ আমায় করেছ ঋণী

মেয়েঃ ধন্য এ মন শু..ধু যে..

ছেলেঃ ধন্য এ মন শু..ধু যে..

উভয়ঃ তোমার পরশে জা..গে

মেয়েঃ প্রেমের না…ম বা..সনা

সে কথা বুঝিনি আ-গে

দুটি প্রা..নে..র সা-ধনা

তাই তো মধু..র লাগে

***ধন্যবাদ***

You May Like

প্রেমের নাম বাসনা/ H.PUTUL_WE by শাহনাজ রহমতউল্লাহ ও মাহমুদ-উন-নবী - Lyrics & Covers