menu-iconlogo
huatong
huatong
Lyrics
Recordings
অগোছালো দিন-রাত বলে যায়

হাতে রাখা তোর হাত বলে যায়

ভালোবেসে কোনো ভুল করিনি আমি

অগোছালো দিন-রাত বলে যায়

হাতে রাখা তোর হাত বলে যায়

ভালোবেসে কোনো ভুল করিনি আমি

শোন আজ বাকি কথা থাক

বেরিয়ে যাই বেড়াতে

এই মন তোর নামেতে জমাক

স্বপ্নে পাওয়া তারাদের

এভাবেই দিন-রাত ঢলে যাক

মন আমার বার বার বলে যাক

ভালোবেসে কোনো ভুল করিনি আমি

হুম, ভালোবেসে কোনো ভুল করিনি আমি

নরম নরম ইচ্ছে গুলো

নাম না জানা পাহাড় ছুঁলো

আসলি যখন আষাঢ় হয়ে তুই, ওহ

প্রথম ক'দিন কাটার পরেই

এসব উথাল পাথাল শুরু

আয় না তোকে আদর করে ছুঁই, ওহ

শোন আজ বাকি কথা থাক

বেরিয়ে যাই বেড়াতে

এই মন তোর আঁচলে জমাক

স্বপ্নে পাওয়া তারাদের

আকাশ কুসুম ভাবিস না আর

সব দিয়েছি তোকেই আমার

চাউনিতে তোর পাগল হয়ে যাই, ওহ

মনের ভিতর নদীর জলে

রঙ্গিন রঙ্গিন নৌকো চলে

চল না এবার হঠাৎ বয়ে যাই, ওহ

শোন আজ বাকি কথা থাক

বেরিয়ে যাই বেড়াতে

এই মন তোর নামেতে জমাক

স্বপ্নে পাওয়া তারাদের

এভাবেই দিন রাত ঢলে যাক

মন আমার বার বার বলে যাক

ভালোবেসে কোনো ভুল করিনি আমি

হুম, ভালোবেসে কোনো ভুল করিনি আমি

More From Shadaab Hashmi/Neha Kakkar/Arindom

See alllogo

You May Like