নামাজকে বলোনা কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে
নামাজকে বলোনা কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে
নামাজ বিহীন পরোপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে
নামাজকে বলোনা কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে
ফজর কাটে ঘুমের ঘরে
জোহর কাজে কাজে...
আসর কাটে খেলা ধূলায়
মাগরিব মাঝে মাঝে...
ফজর কাটে ঘুমের ঘরে
জোহর কাজে কাজে...
আসর কাটে খেলা ধূলায়
মাগরিব মাঝে মাঝে...
এশার সময় হয়ে এলে...
থাকো মিছে দুনিয়ার পিছে
নামাজকে বলোনা কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে
নামাজ বিহীন পরোপারে...
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে
নামাজকে বলোনা কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে
সবাই কাছে অনুরোধ একটা লাইক দিবেন প্লিজ