menu-iconlogo
huatong
huatong
avatar

অন্ধের কাছে রাত আর দিন \\monir khan

Shahidul islamhuatong
100033720688huatong
Lyrics
Recordings
অন্ধের কাছে রাত আর দিন

একই সমান

অন্ধের কাছে রাত আর দিন

একই সমান

আমি প্রেমকে করিনা ঘৃণা

তুমি এক হৃদয় হিনা

তোমাকে ভালোবেসে পেয়েছি প্রমাণ

পেয়েছে প্রমাণ

অন্ধের কাছে রাত আর দিন

একই সমান ।।

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

তোমাকে বলি না এখন

আমাকেই বলি আমি মন্দ

কাগজের ফুলে আমি খুজেছি গন্ধ ।

===================

তোমাকে বলি না এখন

আমাকেই বলি আমি মন্দ

কাগজের ফুলে আমি খুঁজেছি গন্ধ

ভালোবাসায় পাপ নেই

তোমার অনুতাপ নেই

ভালোবাসায় পাপ নেই

তোমার অনুতাপ নেই

কাঁপে না ব্যথা দিতে তোমার এই পরান

তোমাকে ভালোবেসে পেয়েছি প্রমাণ

পেয়েছি প্রমাণ

অন্ধের কাছে রাত আর দিন

একই সমান।।

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

আমি যে সারাটি জীবন

তোমারই প্রেমে ছিলাম অন্ধ

হৃদয়ের চোখ তুমি রেখেছো বন্ধ।

==================

আমি যে সারাটি জীবন

তোমারই প্রেমে ছিলাম অন্ধ

হৃদয়ের চোখ তুমি রেখেছো বন্ধ

কারো প্রতি ক্ষোভ নেই

আমার কোন লোভ নেই

কারো প্রতি ক্ষোভ নেই

আমার কোন লোভ নেই

রাখোনি কথা দিয়ে মাননি কুরাআন

তোমাকে ভালোবেসে পেয়েছি প্রমাণ

পেয়েছি প্রমাণ

অন্ধের কাছে রাত আর দিন

একই সমান

অন্ধের কাছে রাত আর দিন

একই সমান

আমি প্রেমকে করিনা ঘৃণা

তুমি এক হৃদয়হিনা

তোমাকে ভালোবেসে পেয়েছি প্রমাণ

পেয়েছি প্রমাণ

অন্ধের কাছে রাত আর দিন

একই সমান।।

More From Shahidul islam

See alllogo

You May Like