menu-iconlogo
huatong
huatong
shahnaz-rahmatullah-ek-nodi-rokto-periye-cover-image

Ek Nodi Rokto Periye

Shahnaz Rahmatullahhuatong
pastorchidhuatong
Lyrics
Recordings
এক নদী রক্ত পেরিয়ে

বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা

তোমাদের এই ঋণ

কোন দিন শোধ হবে না

না না না শোধ হবে না

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে

সাত কোটি মানুষের

জীবনের সন্ধান আনলে যারা

সে দানের মহিমা

কোন দিন ম্লান হবে না

না না না ম্লান হবে না

হয়তো বা ইতিহাসে

তোমাদের নাম লেখা রবে না

হয়তো বা ইতিহাসে

তোমাদের নাম লেখা রবে না

বড় বড় লোকেদের ভীড়ে

জ্ঞানী আর গুনীদের আসরে

তোমাদের কথা কেউ কবে না

তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা

তোমাদের এই ঋণ

কোন দিন শোধ হবে না

না না না শোধ হবে না

থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে

জীবনের দ্বীনতা হীনতা নিয়ে

থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে

জীবনের দ্বীনতা হীনতা নিয়ে

তোমাদের কথা রবে

সাধারণ মানুষের ভীড়ে

তোমাদের কথা রবে

সাধারণ মানুষের ভীড়ে

মাঠে মাঠে কিষাণের মুখে

ঘরে ঘরে কিষাণীর বুকে

স্মৃতি বেদনার আঁখি নীড়ে

তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা

তোমাদের এই ঋণ

কোন দিন শোধ হবে না

না না না শোধ হবে না

এক নদী রক্ত পেরিয়ে

বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা

তোমাদের এই ঋণ

কোন দিন শোধ হবে না

না না না শোধ হবে না

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে

সাত কোটি মানুষের

জীবনের সন্ধান আনলে যারা

সে দানের মহিমা

কোন দিন ম্লান হবে না

না না না ম্লান হবে না

More From Shahnaz Rahmatullah

See alllogo

You May Like