menu-iconlogo
huatong
huatong
shahnaz-rahmatullah-shagorer-teer-theke-cover-image

Shagorer Teer Theke

Shahnaz Rahmatullahhuatong
sharondajones1huatong
Lyrics
Recordings
সাগরের তীর থেকে

মিষ্টি কিছু হাওয়া এনে

তোমার কপালে ছোঁয়াবো গো

ভাবি মনে মনে

আকাশের নীল থেকে

তাঁরার কান্তি এনে

তোমার নয়নে ছড়াবো গো

ভাবি মনে মনে

সাগরের তীর থেকে

সবই যে মধুর লাগে

অনুরাগে হিয়া জাগে..

গোপন স্বপনগুলো

জীবনের দিশা পেল

আমারও পরান বীনা

সুরে সুরে ভরে যায়

আমারও পরান বীনা

সুরে সুরে ভরে যায়

সাগরের তীর থেকে

মিষ্টি কিছু হাওয়া এনে

তোমার কপালে ছোঁয়াবো গো

ভাবি মনে মনে

আকাশের নীল থেকে

তাঁরার কান্তি এনে

তোমার নয়নে ছড়াবো গো

ভাবি মনে মনে

সাগরের তীর থেকে

এ মনে লুকানো লাজ

তারা হয়ে জ্বলে আজ..

কাজল কালো আখিঁ

পাখি হয়ে যায় ডাকি

তাই বলি ভালবাসা

প্রানে দোলা দিয়ে যায়

তাই বলি ভালবাসা

প্রানে দোলা দিয়ে যায়

সাগরের তীর থেকে

মিষ্টি কিছু হাওয়া এনে

তোমার কপালে ছোঁয়াবো গো

ভাবি মনে মনে

আকাশের নীল থেকে

তাঁরার কান্তি এনে

তোমার নয়নে ছড়াবো গো

ভাবি মনে মনে

সাগরের তীর থেকে

More From Shahnaz Rahmatullah

See alllogo

You May Like