menu-iconlogo
huatong
huatong
shakib-khan-amar-jibon-naye-bondhu-cover-image

আমার জীবন নায়ে বন্ধু Amar Jibon Naye Bondhu

Shakib khanhuatong
midty56215huatong
Lyrics
Recordings

আমার জীবন নায়ে বন্ধু

তুমি প্রাণের মাঝি,

ও ও ও ও ও ও

আমার জীবন নায়ে বন্ধু

তুমি প্রাণের মাঝি,

যেই নদীতে লইয়া যাইবা

যাইতে আমি রাজি।

ইহকালের নদী বাইয়া পরকালের নদী,

সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি.....ই ই

সত্যি বন্ধু যাবো আমি লইয়া যাওগো যদি।

আমরা সবাই বন্ধু গ্রুপ

দেহ মাঝে পরান আমার আছে গো যেখানে,

অনেক যত্নে বন্ধু তোমায় রেখেছি সেখানে

ও..দেহ মাঝে পরান আমার আছে গো যেখানে,

অনেক যত্নে বন্ধু তোমায় রেখেছি সেখানে

মনের কথা বলব তোমায় বলব নিরবধি,

সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি.....ই ই

সত্যি বন্ধু যাবো আমি লইয়া যাওগো যদি।

দেখব শুধু দু'টি চোখে তোমারও মুখ খানি,

ঐ মুখ দেখলে স্বর্গ দেখা হয়রে আমার জানি।

গানের শেষে লাইক দিতে ভুলবেন না প্লিজ

ও..দেখব শুধু দু'টি চোখে তোমারও মুখ খানি,

ঐ মুখ দেখলে স্বর্গ দেখা হয়রে আমার জানি।

বুকের ভেতর প্রেমের নদী বইছে নিরবধি,

সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি.....ই ই

সত্যি বন্ধু যাবো আমি লইয়া যাওগো যদি।

আমার জীবন নায়ে বন্ধু তুমি প্রাণের মাঝি,

ও ও ও ও ও ও

আমার জীবন নায়ে বন্ধু তুমি প্রাণের মাঝি,

যেই নদীতে লইয়া যাইবা

যাইতে আমি রাজি।

ইহকালের নদী বাইয়া পরকালের নদী,

সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি.....ই ই

সত্যি বন্ধু যাবো আমি লইয়া যাওগো যদি।

লাইক দিতে ভুলবেন না প্লিজ

ধন্যবাদ সবাইকে

More From Shakib khan

See alllogo

You May Like