মেয়ে: এই যে দুনিয়াতে
কত মানুষ আছে
এই যে দুনিয়াতে
কত মানুষ আছে
আমি তোমার মাঝে
খুঁজে পেলাম মন..
সারা, দুনিয়া ভুলে হয়ে গেলাম
তোমার আপনজন
ছেলে: এই যে দুনিয়াতে
কত মানুষ আছে
এই যে দুনিয়াতে
কত মানুষ আছে
আমি তোমার মাঝে
খুঁজে পেলাম মন..
সারা,দুনিয়া ভুলে হয়ে গেলাম
তোমার আপনজন
মেয়ে: ছোট্ট একটা জীবন
যেন মোমের আলো
অনন্ত কাল তোমায়
বাসতে চাই যে ভালো
ছেলে: ছোট্ট একটা জীবন
যেন মোমের আলো
অনন্ত কাল তোমায়
বাসতে চাই যে ভালো
মেয়ে: দূরে গেলেই হবে যে মরন...
ছেলে: এই যে দুনিয়াতে
কত মানুষ আছে
মেয়ে: এই যে দুনিয়াতে
কত মানুষ আছে
ছেলে: আমি তোমার মাঝে
খুঁজে পেলাম মন..
মেয়ে: সারা দুনিয়া ভুলে
হয়ে গেলাম তোমার আপনজন
মেয়ে: দেহ মন ও প্রাণে
মিশে গেছো তুমি
আমার মাঝে তুমি
তোমার মাঝে আমি
ছেলে: দেহ মন ও প্রাণে
মিশে গেছো তুমি
আমার মাঝে তুমি
তোমার মাঝে আমি
মেয়ে: কাছে থেকো তুমি সারাক্ষন..
ছেলে: এই যে দুনিয়াতে
কত মানুষ আছে
মেয়ে: এই যে দুনিয়াতে
কত মানুষ আছে
ছেলে: আমি তোমার মাঝে
খুঁজে পেলাম মন..
সারা, দুনিয়া ভুলে
হয়ে গেলাম তোমার আপনজন
মেয়ে: এই যে দুনিয়াতে
কত মানুষ আছে
এই যে দুনিয়াতে
কত মানুষ আছে
আমি তোমার মাঝে
খুঁজে পেলাম মন..
সারা,দুনিয়া ভুলে হয়ে গেলাম
তোমার আপনজন
সমাপ্ত