menu-iconlogo
huatong
huatong
avatar

মা তুমি আমার আগে যেও না গো মরে ,

Shakib Khanhuatong
neulvlhuatong
Lyrics
Recordings
মা তুমি আমার আগে যেওনা গো মরে ,

মা তুমি আমার আগে যেওনা গো মরে ,

আমি কেমন দেবে মাটি তোমার কবরে,

আমি কেমন দেবে মাটি তোমার কবরে,

মা তুমি আমার আগে যেওনা গো মরে ।

মা তুমি আমার আগে যেওনা গো মরে ।

নরম বিছানায় তুমি থাক মাগো

বসলে বসো শীতল পাটিতে

আমি কেমন করে সেই তোমাকে মা

সোয়াবো গো শক্ত মাটিকে

সোয়াবোগো শক্ত মাটিকে

১০ মাস ১০ দিন ধরে

যে আমাকে রেখেছ মা তোমার যঠরে

তুমি আমার আগে যেও না গো

মরে......................

অনেক আদেরে ছেলে তোমার আমি

একলা পেলে দুরে থাকনা

আমি কেমন করে দিন কাটাবো ওও মা

তোমায় ছাড়া ভেবে দেখনা

একবার তুমি ভেবে দেখ না ?

এই পৃখিবীর আলো আমায়

যে দেখালে তাকে মাটি দেব কি করে

তুমি আমার আগে যেও না গো মরে

মা তুমি আমার আগে

যেওনা গো মরে ............

আমি কেমন দেবে মাটি তোমার কবরে,

আমি কেমন দেবে মাটি তোমার কবরে,

মা তুমি আমার আগে যেওনা গো মরে ।

মা তুমি আমার আগে যেওনা গো মরে ।

মা তুমি আমার আগে যেওনা গো মরে ।

More From Shakib Khan

See alllogo

You May Like