menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আমার বন্ধু

Shakib khanhuatong
𝑴𝑫_.𝑱E𝑾𝑬𝑳.𝑹𝑨𝑵𝑨_huatong
Lyrics
Recordings
গানঃ-তুমি আমার বন্ধু

_______Music______

মেয়ে:- তুমি আমার বন্ধু

খেলার সাথী আমার-ই

তোমার সাথেই মজা

তোমার সাথেই আড়ি

========

ছেলেঃ- তুমি আমার বন্ধু

খেলার সাথী আমার-ই

তোমার সাথেই মজা

তোমার সাথেই আড়ি

তুমি কাছে থাকলে মায়া করে রাখলে

মনে হয় পাশে আমার আব্বু...

মেয়ে:- ও চাচ্চু... চাচ্চু আমার চাচ্চু

ও চাচ্চু... চাচ্চু আমার চাচ্চু

_______Music______

মেয়ে:- পুতুল দিয়ে চড়ুইভাতি আমরা দুজন খেলবো

রঙ্গীন প্রজাপতি সেঁজে হাওয়ায় ডানা মেলবো

=========

ছেলে:- পুতুল দিয়ে চড়ুইভাতি আমরা দুজন খেলবো

রঙ্গীন প্রজাপতি সেঁজে হাওয়ায় ডানা মেলবো

পাতার বাঁশী বাজবে আমার সাথে নাঁচবে

সাঁজবে তুমি গল্প বলার দাদ্দু...

মেয়ে:-:ও চাচ্চু... চাচ্চু আমার চাচ্চু

ও চাচ্চু... চাচ্চু আমার চাচ্চু

_______Music______

ছেলেঃ- বাবার মত তুমি আমার পূরন করবে বায়না

আমার দুচোখ হবে তোমার মুখটি দেখার আয়না

===========

মেয়ে:- বাবার মত তুমি আমার পূরন করবে বায়না

আমার দুচোখ হবে তোমার মুখটি দেখার আয়না

লাড্ডু ঘোড়া তুমি চড়বো পিঠে আমি

ছুটে যাবে টগবগ করে টাট্টু...

ও চাচ্চু... চাচ্চু আমার চাচ্চু

ও চাচ্চু... চাচ্চু আমার চাচ্চু

ছেলেঃ- তুমি আমার বন্ধু

খেলার সাথী আমার-ই

তোমার সাথেই মজা

তোমার সাথেই আড়ি

তুমি কাছে থাকলে মায়া করে ডাকলে

মনে হয় পাশে আমার আব্বু...

মেয়ে:- ও চাচ্চু... চাচ্চু আমার চাচ্চু

ও চাচ্চু... চাচ্চু আমার চাচ্চু

ও চাচ্চু... চাচ্চু আমার চাচ্চু

ও চাচ্চু... চাচ্চু আমার চাচ্চু

ধন্যবাদ

More From Shakib khan

See alllogo

You May Like