ভুলে কি কখনো এই আমারি কথা
তুমি কোনদিনও কি মনে করোনা
আমি তো তোমারি সেই হারানো স্মৃতি
আজো একটি দিনও ভুলে থাকিনা
ভুলে কি কখনো এই আমারি কথা
তুমি কোনদিনও কি মনে করোনা
আমি তো তোমারি সেই হারানো স্মৃতি
আজো একটি দিনও ভুলে থাকিনা
Badal-RBF
নেই পাশেতে আছো যে দূরেতে
তোমারি ছবি অন্তরেতে...
নেই পাশেতে আছো যে দূরেতে
তোমারি ছবি অন্তরেতে
এই আমি তো আজো, ভাবি শুধু যে তোমায়
কেন তুমি কাছে ফিরে এলেনা..
ভুলে কি কখনো এই আমারি কথা
তুমি কোনদিনও কি মনে করোনা
Badal-RBF
এই আমি তো আজো আছি একা
তুমি তবু দিলেনা দেখা
এই আমি তো আজো আছি একা
তুমি তবু দিলেনা দেখা
তাই ব্যাথা আমারি চির সাথী যে হলো
কোন সুখের আলো চোখে দেখিনা
ভুলে কি কখনো এই আমারি কথা
তুমি কোনদিনও কি মনে করোনা
আমি তো তোমারি সেই হারানো স্মৃতি
আজো একটি দিনও ভুলে থাকিনা
ভুলে কি কখনো এই আমারি কথা
তুমি কোনদিনও কি মনে করোনা
আমি তো তোমারি সেই হারানো স্মৃতি
আজো একটি দিনও ভুলে থাকিনা।
Thanks
Badal-RBF