menu-iconlogo
huatong
huatong
shakti-thakuramit-kumar-bashbo-bhalo-rakhbo-cover-image

Bashbo Bhalo Rakhbo

Shakti Thakur/Amit Kumarhuatong
mlados2002huatong
Lyrics
Recordings
বাসবো ভালো রাখবো ভোরে

বাসবো ভালো রাখবো ভোরে

বাসবো ভালো রাখবো ভোরে

এই জীবন হাসি গানে

তাই মনে হয় আজকে বুঝি

নেমে এলো স্বর্গ এখানে

বাসবো ভালো রাখবো ভোরে

এই জীবন হাসি গানে

তাই মনে হয় আজকে বুঝি

নেমে এলো স্বর্গ এখানে

আমরা সবাই একটি বীণারই তার

একই সাথে বেজে উঠি

হয়ে মধুর ঝংকার

আমরা সবাই একটি বীণারই তার

একই সাথে বেজে উঠি

হয়ে মধুর ঝংকার

এই ঝংকার উঠবে বেজে

বাজবে আমাদের প্রাণে

বাসবো ভালো রাখবো ভোরে

আসুক না ঝড় আসুক তুফান ভারী

হাসি মুখে সবাই মিলে

দিয়ে যাবো পারি

আসুক না ঝড় আসুক তুফান ভারী

হাসি মুখে সবাই মিলে

দিয়ে যাবো পারি

আমরা নদী তাইতো ছুটে

চলেছি সাগরেরও পানে

বাসবো ভালো রাখবো ভোরে

যদি হারাই কোনোদিন কালের স্রোতে

আমাদের গান পারবে দেখো

আমাদের মিলিয়ে দিতে

যদি হারাই কোনোদিন কালের স্রোতে

আমাদের গান পারবে দেখো

আমাদের মিলিয়ে দিতে

যদি চলে যাই আসবো ফিরে

একদিন প্রানেরই টানে

বাসবো ভালো রাখবো ভোরে

এই জীবন হাসি গানে

তাই মনে হয় আজকে বুঝি

নেমে এলো স্বর্গ এখানে

More From Shakti Thakur/Amit Kumar

See alllogo

You May Like