তোমার আকাশে,
আমার আশার তারা
আর কোনদিন জ্বলবে না,
তোমার আকাশে,
আমার আশার তারা
আর কোনদিন জ্বলবে না,
বলবোনা মোর মনের কথা,
জীবনের মালা আর গাথবো না
তোমার আকাশে,
আমার আশার তারা
আর কোনদিন জ্বলবে না,
বলবোনা মোর মনের কথা,
জীবনের মালা আর গাথবো না
তোমার আকাশে,
আমার আশার তারা
আর কোনদিন জ্বলবে না,
তুমি ভালবেসেই যদি চলে যাবে
ওগো হৃদয় দিয়ে যদি ব্যথায় দেবে,
তুমি ভালবেসেই যদি চলেয় যাবে
ওগো হৃদয় দিয়ে যদি ব্যথায় দেবে,
তোমায় আমি, অধিকার নিয়ে,
ভালোবাসার মিনতি করে,
কাছে আর কভু টানবো না
তোমার আকাশে,
আমার আশার তারা
আর কোনদিন জ্বলবে না,
বলবোনা মোর মনের কথা,
জীবনের মালা আর গাথবো না
তোমার আকাশে,
আমার আশার তারা
আর কোনদিন জ্বলবে না,
তুমি সুখে থাকো আমি নাইবা রলাম,
তুমি খুশি থাকো আমি ব্যাথায় পেলাম,
তুমি সুখে থাকো আমি নাইবা রলাম,
তুমি খুশি থাকো আমি ব্যাথায় পেলাম,
তোমার জীবনে যত আনন্দ,
তোমার জীবনে যত হাসি,
আমি আর কভু ভাঙবো না,
তোমার আকাশে,
আমার আশার তারা
আর কোনদিন জ্বলবে না,
তোমার আকাশে,
আমার আশার তারা
আর কোনদিন জ্বলবে না,
বলবোনা মোর মনের কথা,
জীবনের মালা আর গাথবো না
তোমার আকাশে,
আমার আশার তারা,
আর কোনদিন জ্বলবে না,
বলবোনা মোর মনের কথা,
জীবনের মালা আর গাথবো না
তোমার আকাশে,
আমার আশার তারা
আর কোনদিন জ্বলবে না,
ধন্যবাদ
সবাইকে