menu-iconlogo
huatong
huatong
shantanu-moitrarathijit-bhattacharjee-amar-haath-bandhdibi-cover-image

Amar Haath Bandhdibi

Shantanu Moitra/Rathijit Bhattacharjeehuatong
quiroz_carolhuatong
Lyrics
Recordings
আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি

মন বান্ধিবি কেমনে?

আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি

পরান বান্ধিবি কেমনে?

আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি

মন বান্ধিবি কেমনে?

আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি

পরান বান্ধিবি কেমনে? (মন রে)

আমি না গেলাম যমুনার ঘাটে

না তুলিলাম জল

না হেরিলাম তারে সখী

না হইলাম চঞ্চল

আমি না গেলাম যমুনার ঘাটে

না তুলিলাম জল

না হেরিলাম তারে সখী

না হইলাম চঞ্চল

আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি

অনুরাগ বান্ধিবি কেমনে?

আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কেরই জ্বালা

না হয় হইলো সে মোরই অঙ্গেরই মালা

আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি

কপাল বান্ধিবি কেমনে?

আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি

মন বান্ধিবি কেমনে?

আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি

পরান বান্ধিবি কেমনে?

More From Shantanu Moitra/Rathijit Bhattacharjee

See alllogo

You May Like