menu-iconlogo
huatong
huatong
avatar

সাদা কাপড় পরাইয়া

Sharif Uddinhuatong
mkestersonhuatong
Lyrics
Recordings
সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া

মায়রে তোমরা কই যাইতেছো লইয়ারে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া

সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া

মায়রে তোমরা কই যাইতেছো লইয়ারে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই

কখন আসবে বাছা ফিরিয়া

ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই

কখন আসবে বাছা ফিরিয়া

কে ডাকবে আর জাদু বলে

মায় যদি মোর যায়রে চলে

কে ডাকবে আর জাদু বলে

মায় যদি মোর যায়রে চলে

না খাইলে কে বলবে খাইছতনী রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

More From Sharif Uddin

See alllogo

You May Like

সাদা কাপড় পরাইয়া by Sharif Uddin - Lyrics & Covers