Home
Songbook
Blog
Upload Tracks
Recharge
DOWNLOAD APP
Niom Bujhi Nai
Niom Bujhi Nai
Sharmin-Sultana-Shumi
Shâwnel🔖
Sing
Lyrics
Recordings
আলো তে যাই, আঁধারে যাই
গভীরে যাই, আমি অসহায়
ও যাযাবর কোথায় সে ঘর
আপনে পর থাকিনা পালাই
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই,
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই ।
দেহ পুড়ে
দেহ ভাঙে
দেহ জড় জড়
বেনু জলে জীবন ভাসে
আকাশ ঝর ঝর
মানুষ থেকে বড় মানুষ
আশা বড় বড়
ভালোবাসার হিসেব শূন্য
থেকে শূন্যতর
তোমায় ডাকি
জানা বাকি
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই
সবুজ বাতি লাল বাতি
কখন যে যায় পাড়ে
যায় কেমনে যদি বল
আমায় সে না ছাড়ে
নিজের কিছু নয় জেনেও
সবিই নিজের ভাব
এমন ফাঁদে পাগল হয়ে
কোথায় বল যাব?
তোমায় ডাকি
শোনো নাকি
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই ।।
আলো তে যাই, আঁধারে যাই
গভীরে যাই, আমি অসহায়
ও যাযাবর কোথায় সে ঘর
আপনে পর থাকিনা পালাই
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই,
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই ।
দেহ পুড়ে
দেহ ভাঙে
দেহ জড় জড়
বেনু জলে জীবন ভাসে
আকাশ ঝর ঝর
মানুষ থেকে বড় মানুষ
আশা বড় বড়
ভালোবাসার হিসেব শূন্য
থেকে শূন্যতর
তোমায় ডাকি
জানা বাকি
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই
সবুজ বাতি লাল বাতি
কখন যে যায় পাড়ে
যায় কেমনে যদি বল
আমায় সে না ছাড়ে
নিজের কিছু নয় জেনেও
সবিই নিজের ভাব
এমন ফাঁদে পাগল হয়ে
কোথায় বল যাব?
তোমায় ডাকি
শোনো নাকি
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই ।।
Sharmin-Sultana-Shumi
Shâwnel🔖
Sing
Lyrics
Recordings
আলো তে যাই, আঁধারে যাই
গভীরে যাই, আমি অসহায়
ও যাযাবর কোথায় সে ঘর
আপনে পর থাকিনা পালাই
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই,
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই ।
দেহ পুড়ে
দেহ ভাঙে
দেহ জড় জড়
বেনু জলে জীবন ভাসে
আকাশ ঝর ঝর
মানুষ থেকে বড় মানুষ
আশা বড় বড়
ভালোবাসার হিসেব শূন্য
থেকে শূন্যতর
তোমায় ডাকি
জানা বাকি
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই
সবুজ বাতি লাল বাতি
কখন যে যায় পাড়ে
যায় কেমনে যদি বল
আমায় সে না ছাড়ে
নিজের কিছু নয় জেনেও
সবিই নিজের ভাব
এমন ফাঁদে পাগল হয়ে
কোথায় বল যাব?
তোমায় ডাকি
শোনো নাকি
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই ।।
আলো তে যাই, আঁধারে যাই
গভীরে যাই, আমি অসহায়
ও যাযাবর কোথায় সে ঘর
আপনে পর থাকিনা পালাই
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই,
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই ।
দেহ পুড়ে
দেহ ভাঙে
দেহ জড় জড়
বেনু জলে জীবন ভাসে
আকাশ ঝর ঝর
মানুষ থেকে বড় মানুষ
আশা বড় বড়
ভালোবাসার হিসেব শূন্য
থেকে শূন্যতর
তোমায় ডাকি
জানা বাকি
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই
সবুজ বাতি লাল বাতি
কখন যে যায় পাড়ে
যায় কেমনে যদি বল
আমায় সে না ছাড়ে
নিজের কিছু নয় জেনেও
সবিই নিজের ভাব
এমন ফাঁদে পাগল হয়ে
কোথায় বল যাব?
তোমায় ডাকি
শোনো নাকি
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই
কোথায় বল যাই
নিয়ম বুঝি নাই
সাগর ভরা জলে
না ভাসতে জানি তাই ।।
More From Sharmin-Sultana-Shumi
See all
Ahare Jibon
Sharmin-Sultana-Shumi/Chirkutt/Shawnel
46 recordings
Sing
Ghonta Bajchey Bajuk
Sharmin-Sultana-Shumi/Chirkutt/Shawnel
0 recordings
Sing
Bhalobashley Keno Khidey Pai Naa
Sharmin-Sultana-Shumi/Chirkutt/Shawnel
4 recordings
Sing
You May Like
Bengali Picks
Sing