menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Sham Jodi Hoito

Shawonhuatong
pflagwindsorhuatong
Lyrics
Recordings
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

হাতে দর্পণ ধরি রূপ নেহারি

দর্পণ ধরি রূপ নেহারি

পুরাইতাম মনের খায়েশ

আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

কুন্তলে সুগন্ধি লইয়া

কুসুম চামেলী দিয়া গো

কুন্তলে সুগন্ধি লইয়া

কুসুম চামেলী দিয়া গো

আমি হইতাম দাসী ভালোবাসি

হইতাম দাসী ভালোবাসি

চিরুনি করিতাম কেশ

আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

শ্যামসুন্দর যমুনার মাঝে

কত রঙের ঢেউ সাজে গো

শ্যামসুন্দর যমুনার মাঝে

কত রঙের ঢেউ সাজে গো

আরি ঢেউয়ের চোটে উঁহু উঠে

ঢেউয়ের চোটে উঁহু উঠে

নিমেষে হয় নিরুদ্দেশ

আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

সৈয়দ শাহনুরে বলে

শ্যামানলে অঙ্গ জ্বলে গো

সৈয়দ শাহনুরে বলে

শ্যামানলে অঙ্গ জ্বলে গো

যদি সেই রূপ সাপিনী হইয়া

সেই রূপ সাপিনী হইয়া

আমারে মারিত বিষ

আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

হাতে দর্পণ ধরি রূপ নেহারি

দর্পণ ধরি রূপ নেহারি

পুরাইতাম মনের খায়েশ

আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

More From Shawon

See alllogo

You May Like

Amar Sham Jodi Hoito by Shawon - Lyrics & Covers