menu-iconlogo
huatong
huatong
avatar

Projapoti Meye

Shawon Gaanwala/Abanti Sithihuatong
awc1997#huatong
Lyrics
Recordings
টুকটাক কিছু ভুল

স্মৃতিগুলো তুলতুল

মুখোমুখি আড্ডায়

পাশপাশি রাস্তায়

বাহানার শেষ নাই

কাছাকাছি থাকা চাই

Classroom, corridor

গল্পে জাগে ঘোর

তোকে নিয়ে সবটুক

স্বপ্নের ভুলচুক

Classroom, corridor

গল্পে জাগে ঘোর

তোকে নিয়ে সবটুক

স্বপ্নের ভুলচুক

বায়নার আয়না

মন এঁকে যায় না

প্রজাপতি মেয়ে তুই

শুধু চাই তোরে ছুঁই

বায়নার আয়না

মন থেকে যায় না

প্রজাপতি মেয়ে তুই

শুধু চাই তোরে ছুঁই

দূরে দূরে থাকাথাকি

এত কম মাখামাখি

গুনে যাই দুই-তিন

ডাকাডাকি রাতদিন

জানি যদি পারতি

না কি করতি?

তবু বলি একবার

দেখা হোক শেষবার

আয় শুধু পালিয়ে

যাবো চল হারিয়ে

তবু বলি একবার

দেখা হোক শেষবার

আয় শুধু পালিয়ে

যাবো চল হারিয়ে

বায়নার আয়না

মন থেকে যায় না

প্রজাপতি মেয়ে তুই

শুধু চাই তোরে ছুঁই

বায়নার আয়না

মন থেকে যায় না

প্রজাপতি মেয়ে তুই

শুধু চাই তোরে ছুঁই

More From Shawon Gaanwala/Abanti Sithi

See alllogo

You May Like