menu-iconlogo
huatong
huatong
shayan-chowdhury-arnobripon-chiltey-roud-cover-image

Chiltey Roud

Shayan Chowdhury Arnob/Riponhuatong
🤘BitLess🤘🅱️✝️huatong
Lyrics
Recordings
চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাঁসে শহরতলী

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাঁসে শহরতলী

ও কি একবার আসিয়া

সোনার চাঁদ মোর যাও দেখিয়া রে।

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাঁসে শহরতলী

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাঁসে শহরতলী

রোজ সকালে পড়ছে মনে

রোজ সকালে পড়ছে মনে

এই কথাটা কেমনে বলি

চিলতে রোদে পাখনা ডোবায়

মুচকি হাঁসে শহরতলী।

সা রে গা ম ...

বালিশ চাদর এপাশ ওপাশ

একটু খানি গড়িয়ে নেওয়া

বালিশ চাদর এপাশ ওপাশ

একটু খানি গড়িয়ে নেওয়া

আলতো ঘুমেই দুঃখটাকে

আলতো ঘুমেই দুঃখটাকে

খানিক সুখের প্রলেপ দেওয়া।

ও কি একবার আসিয়া

সোনার চাঁদ মোর যাও দেখিয়া রে।

ও কি একবার আসিয়া

সোনার চাঁদ মোর যাও দেখিয়া রে।

ও দিয়া ও দিয়া যান রে বন্ধু

ডারা না হন পার

ওরে থাউক মন তোর দিবার থুবার

দেখাই পাওয়া ভার রে...

ও কি একবার আসিয়া

সোনার চাঁদ মোর যাও দেখিয়া রে।

রেতের বেলা একলা এখন

জিরোচ্ছে সব শহরতলী

রেতের বেলা একলা এখন

জিরোচ্ছে সব শহরতলী

চোখ দু’টো খব পড়ছে মনে

চোখ দু’টো খব পড়ছে মনে

এই কথাটা কেমনে বলি।

চিলতে রোদে পাখনা ডোবায়

কোড়া কান্দে, কুড়ি কান্দে

কান্দে বালিহাঁস...

কোড়া কান্দে, কুড়ি কান্দে

কান্দে বালিহাঁস...

ওরে ডাহুকি কান্দনে সই মুই

ছাড়নু ভাইয়ার দ্যাশ রে...

ও কি একবার আসিয়া

সোনার চাঁদ মোর যাও দেখিয়া রে।

রোজ সকালে পড়ছে মনে

এই কথাটা কেমনে বলি

রোজ সকালে পড়ছে মনে

এই কথাটা কেমনে বলি

রোজ সকালে পড়ছে মনে

এই কথাটা কেমনে বলি

You May Like