
keno cole gele dure
কেন চলে গেলে দূরে
ভাসায়ে মোরে সুরে,
কেন ফিরে এলে আবার
বাড়াতে দুঃখের ভার।
কেন চলে গেলে দূরে
ভাসায়ে মোরে সুরে,
কেন চলে গেলে দূরে..
বেদনার রংধনু
চেয়েছিল মোর অন্তর,
দুঃখের-সুখের ঘর বাঁধিনু
বাঁধিনু হৃদয়ে প্রান্তর।
আজ এই ঝড় এসে
বাঁধন গেছে টুটে,
অসীমতায় দুঃখ আর
অনন্ত পারাপার।
কেন চলে গেলে দূরে
ভাসায়ে মোরে সুরে,
কেন ফিরে এলে আবার
বাড়াতে দুঃখের ভার।
কেন চোলে গেলে দূরে
ভাসায়ে মোরে সুরে,
কেনো চলে গেলে দূরে
keno cole gele dure by Shayan Chowdhury Arnob - Lyrics & Covers