বদ্ধ দেয়ালে জমানো বাতাসে
মোড়ানো কাগজে হাহাকার খুঁজে পাই
ভাঙানো ক্ষণেতে মানানো মনেতে
ভেজানো চোখেতে তোমাতে হারাই
জানি আমি জানি আমি
থাকো তুমি পাশাপাশি
জানি আমি জানি আমি
আছো তুমি কাছাকাছি
চলো চলে যাই
দুজনে হারাই
তোমাকে সাজাই
অনুভবে
রাতের আধারে সে নিয়ন পোকাতে
খুঁজেছি তোমায় বারেবার
আমার শরীরে তোমারই আঘাতে
পুড়ে হয়েছি ছারখার
জানি আমি জানি আমি
তুমি বহু আছো দূরে
জানি আমি জানি আমি
আমার সময় গেছে ফুরে
মনে পড়েনা
খুঁজে পাবোনা
তোমাকে আমি
এ শহরে
জানি আমি জানি আমি
থাকো তুমি পাশাপাশি
জানি আমি জানি আমি
আছো তুমি কাছাকাছি
চলো চলে যাই
দুজনে হারাই
তোমাকে সাজাই
অনুভবে