সুখের ও নিরে আমি নির হারা পাখিঁ
বরসার জলের মতো ভরে গেলো আখিঁ
জোনাকির মতো.. জোনাকির মতো
আধারে জলে মরবো একা.......
সুখের ও নিরে আমি নির হারা পাখিঁ
বরসার জলের মতো ভরে গেলো আখিঁ
আলো জলবে জানি পতঙ্গ পুড়ে মরবে একা
সুখের ও নিরে আমি নির হারা পাখিঁ
আসা ছিলো আমার..ছিলো ভালবাসা....
হারিয়ে গেলো আমার আশা ভালবাসা
পাষানের বুকে আমি পাষানের কাহিনি
লিখবো কেমন করে
সুখের ও নিরে আমি নির হারা পাখিঁ
বরসার জলের মতো ভরে গেলো আখিঁ
জোনাকির মতো……
আধারে জলে মরবো একা.......
সুখের ও নিরে আমি নির হারা পাখিঁ
ফুল ভেবে কাগজের ফুল রেখেছি অন্তরে
হিরা মানিকের কাছে প্রেমের কি দাম আছে
সুখ আমার কেরে নিলো দুঃখ্য উপহার দিলো
দুঃখ্য সাথী হলো
সুখের ও নিরে আমি নির হারা পাখিঁ
বরসার জলের মতো ভরে গেলো আখিঁ
জোনাকির মতো.....জোনাকির মতো
আধারে জলে মরবো একা.......
সুখের ও নিরে আমি নির হারা পাখিঁ
বরসার জলের মতো ভরে গেলো আখিঁ
আলো জলবে জানি পতঙ্গ পুড়ে মরবে একা
সুখের ও নিরে আমি নির হারা পাখিঁ