menu-iconlogo
huatong
huatong
avatar

icche ghuri

Shironamhinhuatong
♥____❤️Mon♥____♥huatong
Lyrics
Recordings
ইচ্ছে ঘুরি

ব্যান্ডঃ- শিরোনামহীন

উৎসর্গঃ হিমেল ভাই

-----------------

-------(0.36)

এই হাওয়ায় ওড়াও তুমি,

তোমার যত... ইচ্ছে ঘুড়ি..

চুপি চুপি .. মেঘের মেলা,

তোমার আকাশ.. করছে চুরি..

---------

--------(1.04)

সূর্য বসাও আকাশের নীল,

ইচ্ছের রঙ গোলাপী হলে...

দিগন্ত রেখায়

সূর্য নামে,

ব্যস্ত সময় যাচ্ছে চলে।

হঠাৎ খেয়ালী

এ ঝড়ো হাওয়ায়

উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি..

ওড়াও ওড়াও সুতোর টানে....

আকাশের নীল.. যাচ্ছে চুরি।....

------------

---------(2.09)

শুভ্র সেই মেঘের ভীড়ে,

তোমার সব ইচ্ছে ওড়ে।

আকাশ

খেয়ালী মনে,

হারায় কিছুই না জেনে।....

তোমার ..সুতোয় বাঁধা আকাশ

ঝড়ো হাওয়ায় রঙ হারালে.

নির্বাক।....

ইচ্ছে। ...

আচমকা।...

দিশেহারা……ও

--------

-------(3.13)

এই আলোয় হাঁটছো একা,

সঙ্গী কর আমায় তুমি।

বেয়াড়া যত মেঘের ছায়া,

করছে চুরি স্বপ্নভূমি..

.........

.....(3.45)

নীলের আকাশ

গোলাপী হলে,

ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে

সূতোর বাঁধা

ছাড়িয়ে আকাশ,

অন্য ভূবন দেখবে বলে।

হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়

ভাঙছে তোমার মেঘলা রেখা

ওড়াও ওড়াও সুতোর টানে..

আকাশ আবার হবে যে দেখা ।

__লিরিক এবং ট্র্যাক আপলোড__

**সাধু-বাবা **

More From Shironamhin

See alllogo

You May Like

icche ghuri by Shironamhin - Lyrics & Covers