menu-iconlogo
huatong
huatong
avatar

tumi dukkho dila kosto dila

Shorif Uddinhuatong
boulazachuatong
Lyrics
Recordings
তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনতো দিলেনা

ভালোবাসার নামে তুমি করলে ছলনা

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনতো দিলেনা

ভালোবাসার নামে তুমি করলে ছলনা

কত ভালবাসি তোমায় সেতো বুঝলেনা

আমার মনের মানুষ বন্দু তুমি হইলেনা

কত ভালবাসি তোমায় সেতো বুঝলেনা

আমার মনের মানুষ বন্দু তুমি হইলেনা

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনতো দিলেনা

ভালোবাসার নামে তুমি করলে ছলনা

ভালোবাসার নামে তুমি করলে ছলনা

আশা ছিলো তোমায় নিয়ে সাজাবো জীবন

ভেঙ্গে দিলে তুমি আমার সুখেরি স্বপন

আশা ছিলো তোমায় নিয়ে সাজাবো জীবন

ভেঙ্গে দিলে তুমি আমার সুখেরি স্বপন

কাছে এসে ভালবেসে আধর দিলেনা

আমার মনের মানুষ বন্দু তুমি হইলেনা

কাছে এসে ভালবেসে আধর দিলেনা

আমার মনের মানুষ বন্দু তুমি হইলেনা

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনতো দিলেনা

ভালোবাসার নামে তুমি করলে ছলনা

ভালোবাসার নামে তুমি করলে ছলনা

তোমার লাগি সাজাই আছি ফুলের ও সজ্জা

না আসিয়া লোক সমাজে দিলে গো লজ্জা

তোমার লাগি সাজাই আছি ফুলের ও সজ্জা

না আসিয়া লোক সমাজে দিলে গো লজ্জা

মনের আশা রইলো মনে পূর্ণ হইলো না

আমার মনের মানুষ বন্দু তুমি হইলেনা

মনের আশা রইলো মনে পূর্ণ হইলো না

আমার মনের মানুষ বন্দু তুমি হইলেনা

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনতো দিলেনা

ভালোবাসার নামে তুমি করলে ছলনা

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনতো দিলেনা

ভালোবাসার নামে তুমি করলে ছলনা

কত ভালবাসি তোমায় সেতো বুঝলেনা

আমার মনের মানুষ বন্দু তুমি হইলেনা

কত ভালবাসি তোমায় সেতো বুঝলেনা

আমার মনের মানুষ বন্দু তুমি হইলেনা

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনতো দিলেনা

ভালোবাসার নামে তুমি করলে ছলনা

ভালোবাসার নামে তুমি করলে ছলনা

More From Shorif Uddin

See alllogo

You May Like