ভোরের আলোরা কেউ জানেনা...
বসন্তের বাতাসও মানেনা
যতই সময় পেরিয়ে দেখি আমি
মন যে তোমায় ভুলেনা
তবু একা পেরিয়ে অন্য পথে
শূন্যতায় খুঁজে ফিরি আজ তোমাকে
ভোরের আলোরা...কেউ জানেনা...
বসন্তের বাতাস মানেনা...
যতই সময়ে পেরিয়ে দেখি...
মন যে তোমায় ভুলেনা...
মনের স্মৃতিরা, আজও মুছেনা
বিবর্ণ সময়ও মানে না
যতই সময় পেরিয়ে, দেখি আমি
মন যে আমার ভুলেনা
তবু একা পেরিয়ে অন্য পথে
শূন্যতায় খুঁজে ফিরি আজ তোমাকে(হে...)
ভোরের আলোরা...কেউ জানেনা...
বসন্তের বাতাস মানেনা...
যতই সময়ে পেরিয়ে দেখি...
মন যে তোমায় ভুলেনা...
ভোরের আলোরা কেউ জানেনা...
বসন্তের বাতাস মানেনা...