menu-iconlogo
logo

Shoto Asha

logo
avatar
Shunnologo
cottagelife1logo
Sing in App
Lyrics
শত আশা

শত আশা

শত আশা

শত আশা

কিছু পাবার আশায়

স্বপ্নগুলো আজ সত্যির পথে

কিছু দেখাবো বলে

স্বপ্নগুলো আজ মুক্তির পথে

আজ সব পথ পেরিয়ে

শত বাধা এড়িয়ে

লক্ষ্য খুঁজতে চাই

আজ সব পথ পেরিয়ে

শত বাধা এড়িয়ে

লক্ষ্য খুঁজতে চাই

শত আশা

শত আশা

শত আশা

শত আশা

আজ হাতে রেখে হাত

স্বপ্নগুলো আজ

একসাথে

ভুলে যাব না বলে

স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে

আজ সব পথ পেড়িয়ে

শত বাঁধা এড়িয়ে

লক্ষ্য খুজতে চাই

আজ সব পথ পেরিয়ে

শত বাধা এড়িয়ে

লক্ষ্য খুঁজতে চাই

আশাগুলো আজ আলো হয়ে জ্বলে উঠে

আশাগুলো আজ হেসে তৃপ্তি নেয়

এতে নেই কোন পিছু টান নেই কোন বাঁধা

শত আশা

শত আশা

শত আশা

শত আশা

শত আশা

শত আশা

Shoto Asha by Shunno - Lyrics & Covers