menu-iconlogo
huatong
huatong
shuvro-boka-premik-cover-image

Boka premik

: Shuvrohuatong
Sajid→🦇ηⓜς🦇huatong
Lyrics
Recordings
শুধু তোমার কণ্ঠস্বর শুনবো বলে,

রাতের পরে রাত জাগা আমার।

চোখে ঘুম নিয়ে,

জেগে জেগে স্বপ্ন দেখা।

তুমি ভালো থেকো,

যদি আমার না হও,

অন্য কারো হয়ো না।

যদি ইচ্ছে হয়,

না হয় আমার সাথে তুমি করো ছলনা,

তুমি অন্য কারো হয়ো না।

তোমাকে সকাল থেকে,

ভেবে রাত নামে আমার।

তোমাকে আনমনে খুঁজি,

তুমি খোঁজনা কেন আমায়?

তুমি ভালো থেকো,

যদি আমার না হও,

অন্য কারো হয়ো না।

যদি ইচ্ছে হয়,

না হয় আমার সাথে তুমি করো ছলনা,

তুমি অন্য কারো হয়ো না।

তোমার পথ চলা,

আমার শহরের বুকে।

বোকা প্রেমিক হয়ে রবো

তোমার ছায়া হয়ে।

তুমি ভালো থেকো,

যদি আমার না হও,

অন্য কারো হয়ো না।

যদি ইচ্ছে হয়,

না হয় আমার সাথে তুমি করো ছলনা,

তুমি অন্য কারো হয়ো না।

তুমি অন্য কারো হয়ো না।

You May Like