menu-iconlogo
huatong
huatong
avatar

Shada Kagojer Patay Patay সাদা কাগজের পাতায়

Shuvro Devhuatong
Rana_E_R_S..huatong
Lyrics
Recordings
সাদা কাগজের পাতায় পাতায়

Singer: Shuvro Dev

Arranged By Rana

*************

*************

সাদা কাগজের পাতায় পাতায়

লিখে পাঠালাম একটি কথা

তুমি আমার, শুধু তুমিই আমার

*************

সাদা কাগজের পাতায় পাতায়

লিখে পাঠালাম একটি কথা

তুমি আমার, শুধু তুমিই আমার

*************

*************

কত জল সাগরে, কত তার ঢেউ

হৃদয় সাগর মাঝে নেই আর কেউ

কত জল সাগরের কত তার ঢেউ

হৃদয় সাগর মাঝে নেই আর কেউ

আশা দিয়ে ভালোবাসা দিয়ে

আছো একাকার, আছো একাকার

তুমি আমার, শুধু তুমিই আমার

*************

সাদা কাগজের পাতায় পাতায়

লিখে পাঠালাম একটি কথা

তুমি আমার, শুধু তুমিই আমার

*************

*************

কত তারা আকাশে কত তার নিল

চোখের আকাশ নিলে সুখ অনাবিল

কত তারা আকাশে কত তার নিল

চোখের আকাশ নিলে সুখ অনাবিল

কথা দিয়ে, প্রেমপ্রীতি দিয়ে

আছো একাকার. আছো একাকার

তুমি আমার, শুধু তুমিই আমার

সাদা কাগজের পাতায় পাতায়

লিখে পাঠালাম একটি কথা

তুমি আমার, শুধু তুমিই আমার

==ধন্যবাদ=

More From Shuvro Dev

See alllogo

You May Like