menu-iconlogo
huatong
huatong
si-tutul--cover-image

যে আমার মনের মানুষ গো

S.I Tutulhuatong
sharonkandillhuatong
Lyrics
Recordings

যে আমার মনের মানুষ গো,

সে আমারে মনে রাখলো না

মনে রাখলো না ।

কোথায় আমার এত জালা

কোথায় আমার এত জালা,

চেয়ে দেখল না পাষাণী মনে রাখলো না।

যে আমার মনের মানুষ গো

সে আমারে মনে রাখল না,

মনে রাখল না ।

আমি রইলাম মেঘের আশে

মেঘ ভাইসা যায় অন্য দেশে,

এক ফোঁটা বৃষ্টি হইল না ।

বুকে আমার দারুণ খরা

জিয়ন্তে হয়েছি মরা

ভালোবাসা আমার সইলো না

বিধি আমার কপালেতে

বিধি আমার কপালেতে

সুখ লিখলো না পাষাণী

মনে রাখলো না,

যে আমার মনের মানুষ গো

সেই আমারে মনে রাখল না

মনে রাখলো না

অন্তরে যার বসত আছে

অন্তর ভাইঙ্গা সেই তো গেছে

পিছন ফিরা একবার চাইলা না

গলেতে যন্ত্রণার ফাঁসি

সুর তুলেছে প্রেমের বাঁশি

আমার গান তো একটুও গাইলো না!

আমার দুঃখের সঙ্গী হতে.....

আমার দুঃখের সঙ্গী হতে

কেউ থাকল না, পাষাণী মনে রাখল না ।

যে আমার মনের মানুষ গো

সে আমারে মনে রাখল না

মনে রাখল না

কোথায় আমার এত জালা

কোথায় আমার এত জালা,

চেয়ে দেখল না পাষাণী, মনে রাখল না

যে আমার মনের মানুষ গো

সে আমারে মনে রাখল না, মনে রাখল না

ধুমপান মদ্যপান স্বাস্থ্যের

পক্ষে ক্ষতিকারক

আরো ভালো ভালো গান পেতে আমার সংবুক

থেকে ঘুরে আসুন,আমায় ফলো করুন।

More From S.I Tutul

See alllogo

You May Like