menu-iconlogo
huatong
huatong
avatar

Valobashar Hobe Joy

SI Tutulhuatong
mkoza12huatong
Lyrics
Recordings
গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু

কমিয়ে নিবেন।

ছেলেঃ] আকাশে আকাশে জমেছে কালো মেঘ।

ঝড় এসে শ্রাবণও ধারাতে৷

মেয়েঃ] প্রেমেরই মাঝেও এসেছে বাধায় আজ।

তবুও পারবেনা হারাতে৷

ভালোবাসায় আমার সত্যি হলে

দিতে পারি আমি বলে

একদিন তুমি আমারই হবে।

ছেলেঃ] ভালোবাসার জানি হবে রে হবে জয়।

তুমি আমার শুধু আর কারো নয়।

ভালোবাসার জানি হবে রে হবে জয়।

তুমি আমার শুধু আর কারো নয়।

মেয়েঃ] আমার জীবনে তুমি এলে।

কি মায়াতে মন ছুঁয়ে গেলে।

ছেলেঃ] তোমায় না পেলে যাবো মরে।

তুমি আছো প্রাণেরই ভেতরে।

মেয়েঃ] হৃদয়ে হৃদয়ে,

হাজারো কথায় আজ।

তোমাকে বলবো নিরবে-।

ছেলেঃ] ভালোবাসায় আমার সত্যি হলে

দিতে পারি আমি বলে

একদিন তুমি আমারই হবে।

মেয়েঃ] ভালোবাসার জানি হবে রে হবে জয়।

তুমি আমার শুধু আর কারো নয়।

দুজনেঃ] ভালোবাসার জানি হবে রে হবে জয়।

তুমি আমার শুধু আর কারো নয়।

ছেলেঃ] দুঃখের পরে ত সুখ আসে।

তুমি থেকো শুধু পাশে পাশে।

মেয়েঃ] জীবন সাজাবো দুজনাতে।

দিন গুণি কতো যে আশাতে।

হৃদয়ে হৃদয়ে,

হাজারো কথায় আজ।

তোমাকে বলবো নিরবে।

ছেলেঃ] ভালোবাসায় আমার সত্যি হলে

দিতে পারি আমি বলে

একদিন তুমি আমারই হবে।

মেয়েঃ] ভালোবাসার জানি হবে রে হবে জয়।

তুমি আমার শুধু আর কারো নয়।

ছেলেঃ] ভালোবাসার জানি হবে রে হবে জয়।

তুমি আমার শুধু আর কারো নয়।

More From SI Tutul

See alllogo

You May Like