Music Upload Singer Aslam
চিকন চাকন মানজা দোলে গানের তালে তালে
হায় হায় গানের তালে তালে
হাসি দিলে টোল পড়ে তোমার দুটি গালে
চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না
আসলে তুমি আমায় ভালোবাসো না
তুমি জালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না
ও তুমি জালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না
Music Upload Singer Aslam
চাইনা আমি টাকা পয়সা চাইনা বাড়ি গাড়ি
তোমায় আমি বউ বানাইয়া নিয়া যাব বাড়ি
Music Upload Singer Aslam
চাইনা আমি টাকা পয়সা চাইনা বাড়ি গাড়ি
তোমায় আমি বউ বানাইয়া নিয়ে যাব বাড়ি
দেখতে তুমি এত সুন্দর তাজা গোলাপ ফুল
কোন কাজে মন বসে না সব হয়ে যায় ভুল
তুমি জালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না
ও তুমি জালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না
Music Upload Singer Aslam
কোমরেতে রুপার বিছা কানে সোনার দুল
কোন ছেলে হবে না পাগল দেখলে এমন ফুল
Music Upload Singer Aslam
ঐ কোমরেতে রুপার বিছা কানে সোনার দুল
কোন ছেলে হবে না পাগল দেখলে এমন ফুল
রাঙা ঠোঁটের মিষ্টি হাসি এতই ভালো লাগে
কে না বলো পাগল হবে বন্ধু তোমায় দেখে
তুমি জালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না
ও তুমি জালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না
চিকন চাকন মানজা দোলে গানের তালে তালে
হায় হায় গানের তালে তালে
হাসি দিলে টোল পরে তোমার দুটি গালে
চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না
আসলে তুমি আমায় ভালোবাসো না
তুমি জালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না
ও তুমি জালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না