ইয়া দেবী সর্বভূতেষু মা কালরাত্রি রূপেন সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ॥
নবরাত্রির সপ্তম দিনে দেবী দুর্গার সপ্তম রূপ
অর্থাৎ মা কালরাত্রির পুজো করা হয়।
হিন্দু শাস্ত্র অনুসারে, নবরাত্রির সময় মা কালরাত্রির আরাধনা করলে ভক্তদের সব ধরনের ভয় দূর হয়।
মা কালরাত্রির আশীর্বাদে ভক্ত সর্বদা নির্ভীক থাকে।
আগুন, জল, শত্রু, প্রভৃতি কোনও ভয় তার কাছে আসে না।
ভগবতীর এই মহৎ রূপের শুভ প্রভাবে
নেতিবাচক শক্তি ভুল করেও সাধকের উপর আঘাত করে না।
মায়ের এই রূপকে বীরত্ব ও সাহসের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
মা কালরাত্রির উপাসনা ভয় দূর করে,
ঝামেলা থেকে রক্ষা করে
এবং শুভ ফল বয়ে আনে।
শুভ ফল দেওয়ার কারণে, তিনি শুভঙ্করী নামেও পরিচিত।
এই দেবীর পুজো করলে অকালমৃত্যুর ভয়ও দূর হয়, রোগ-বালাইও দূর হয়।
জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে, কালরাত্রি দেবী শনি গ্রহকে নিয়ন্ত্রণ করেন।
তাই এই দেবীর পুজো করলে শনির অশুভ প্রভাবও কমে যায়।
কালরাত্রি দেবী কৃষ্ণ বর্ণের।
গলায় বিদ্যুতের মালা আর চুল ছড়িয়ে আছে। দেবীর চারটি বাহু রয়েছে,
ডান হাত দুটি যথাক্রমে অভয়া ও ভার মুদ্রায়
এবং বাম হাত দুটি যথাক্রমে খড়গ ও বজ্র ধারণ করেছে।
পৌরাণিক কাহিনী অনুসারে, দেবীর এই রূপের পুজো করলে দুষ্টদের বিনাশ হয়।
বস্তুত যত দুষ্ট দমনকারী নারীশক্তি দেবী কালরাত্রি র প্রতীক।
নবরাত্রির সপ্তম দিনে এই রূপে মা দুর্গার উপাসনা করা হয়। দেবী কালরাত্রির ভক্তিতে নিমগ্ন হতে শুনুন সুমধুর এই বন্দনা।
'নাচিছে ভয়ংকরী কালরাত্রি
মা গো
নাচিছে ভয়ংকরী কালরাত্রি
পদভারে কাঁপে মাতা ধরিত্রী
পাশব শক্তিহারিনী মহারাত্রি
কালচক্র বিজয়ী মহামায়া,
নাচিছে ভয়ংকরী কালরাত্রি
মা গো
নাচিছে ভয়ংকরী কালরাত্রি'
স্ক্রিপ্ট :- শ্রী অমানুষ শর্মা
কারাওকে ট্র্যাক ক্রিয়েশন এন্ড আপলোড :-
সবুজ মনের মিউজিক লাইব্রেরী...