menu-iconlogo
huatong
huatong
avatar

যদি কিছু আমারে শুধাও/Jodi kichu amare shudhay(সলিল,শ্যামল) সবুজ মনের মিউজিক লাইব্রেরী..

SMA's Music Library..huatong
Parthasarathi_SMA🎼🌱huatong
Lyrics
Recordings
শতবর্ষের সুর-মূর্ছনা.

যদি কিছু আমারে শুধাও

কি যে তোমারে কব?

নীরবে চাহিয়া রব

না বলা কথা বুঝিয়া নাও

যদি কিছু আমারে শুধাও

কথা ও সুর- সলিল চৌধুরী, কণ্ঠ- শ্যামল মিত্র

সংগীতায়োজন : অমিত ব্যানার্জি

ওই আকাশ নত

যুগে যুগে সংযত

নীরবতায় অবিরত

কথা বলে গেছে কত

ওই আকাশ নত

যুগে যুগে সংযত

নীরবতায় অবিরত

কথা বলে গেছে কত

তেমনি আমার বানী

সৌরভে কানাকানি.....

তেমনি আমার বানী

সৌরভে কানাকানি

হয় যদি ভ্রমরা গো

সে ব্যাথা বুঝিয়া নাও

# #

যদি কিছু আমারে শুধাও

কি যে তোমারে কব?

নীরবে চাহিয়া রব

না বলা কথা বুঝিয়া নাও,

যদি কিছু আমারে শুধাও...

কারাওকে মিউজিক ট্র‍্যাক আপলোড :সবুজ মনের মিউজিক লাইব্রেরী...

অন্তরে অন্তরে

যদি কোন মন্তরে

বোবা এ প্রাণের ব্যাথা

বোঝানো যেত গো তারে

অন্তরে অন্তরে

যদি কোন মন্তরে

বোবা এ প্রাণের ব্যাথা

বোঝানো যেত গো তারে

কবির কবিতা সবই

তুলি দিয়ে আঁকা ছবি...

কবির কবিতা সবই

তুলি দিয়ে আঁকা ছবি

কিছু নাই তার কাছে

এটুকু বুঝিয়া নাও।

যদি কিছু আমারে শুধাও

কি যে তোমারে কব?

নীরবে চাহিয়া রব

না বলা কথা বুঝিয়া নাও..

যদি কিছু আমারে শুধাও...

সবুজ মনের আড্ডা...

More From SMA's Music Library..

See alllogo

You May Like